মোঃনজরুল ইসলাম স্টাফ রিপোর্ট।
বড়লেখা মধ্য মোহাম্মদ নগর কড়িয়া গ্রামে জামে মসজিদ টি পুনরায় নির্মাণ করতে এলাকাবাসী ও মসজিদ কমিটির সদস্যরা সমাজের বিত্তবান ও প্রবাসীদের সার্বিক সহযোগিতা চান। ২৬এপ্রিল শনিবার সরজমিনে এলাকায় গেলে জানাযায় , মসজিদের সভাপতি হাজী লুৎফুর রহমান ৩৫ বছর আগে ১৮ শতক জমি দান করিন মসজিদের জন্য, মসজিদের ভিতরে জায়গা সল্পতার কারণে মুসল্লীদের বাইরে নামাজ পরতে হয়।তাই মসজিদ টি পুনরায় নির্মাণ করতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজে সমাজের বিত্তবান ও প্রবাসীদের সার্বিক সহযোগিতা দরকার,
মসজিদের আর্থিক সহযোগিতা পাঠাতে চাইলে নিচের দেওয়া মোবাইল নাম্বার যোগাযোগ করবেন, 01328037228