নিজস্ব প্রতিনিধি নজরুল ইসলাম
আজ (৩১ মার্চ) সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার পুলিশ লাইন্স মসজিদ প্রাঙ্গনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
মাননীয় পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা মহোদয় উক্ত ঈদ জামাতে নামাজ আদায় করেন।
মাননীয় সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব জনাব গাজী মোঃ মাহবুবুর রহমান, মৌলভীবাজার পুলিশ লাইন্স এর আরআই ও জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীগণ উক্ত জামাতে অংশগ্রহণ করেন।
নামাজের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।