অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দেশের মধ্যে উপজেলা পর্যায়ে প্রথম বিশেষায়িত হাসপাতাল মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, কর্পোরেট কর্মকর্তা, চিকিৎসক, ব্যবসায়ীসহ রাজনীতিবিদ ও সামাজিক সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
মা ও শিশু জেনারেল হাসপাতালের পরিচালক মো. মুজিবুল ইসলাম সিআইপি’র সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি কাজী শারমিন নেওয়াজ, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফউজ্জামান, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সাবেক সচিব অধ্যাপক কবির আহমদ, উপজেলা বিএনপি’র সভাপতি এড. আহমদ রেজা, তিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান,ডাচ বাংলা ব্যাংকের শাখা ব্যবস্থাপক তোফায়েল মাহমুদ, ব্র্যাক ব্যাংকের শাখা ব্যবস্থাপক রইছ উদ্দিন।
মা ও শিশু জেনারেল হাসপাতালের পরিচালক ডা. নুরনবির রাজু স্বাগত বক্তব্য শেষে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক লায়স সঞ্জিব কর, করিম উদ্দিন ও জামাল সাঈদ।
সামাজিক দায়বদ্ধতা থেকে হলেও দরিদ্র মানুষের চিকিৎসা সেবা প্রদানের দিকে বাড়তি লক্ষ্য রাখার তাগদা দিয়ে অতিথিরা বলেন, এ প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিষ্ঠিত হয়েছে তারা সে লক্ষ্যে অটুট থাকবেন।
মা ও শিশু জেনারেল হাসপাতালে রোগী পরিবহনে এয়ার এ্যম্বুল্যান্সের ব্যবস্থার পাশাপাশি মরদেহ সংরক্ষণ করে রাখতে তিনটি হিমাঘারের ব্যবস্থা রাখা হবে জানান দায়িত্বশীলরা।
আনুষ্ঠানিক উদ্বোধন হলেও কার্যক্রমে যেতে আরো কিছুদিন সময় লাগবে হাসপাতালটি। উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালকরা উপজেলা বাসীকে জানান, ব্যবসা নয় সেবার মানসিকতা থেকে হাসপাতালটি স্থাপন করা হয়েছে।