স্টাফ রিপোর্টার মোঃনজরুল ইসলাম।
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের বিওসি কেছরীগুল গ্রামে
এক গৃহবধূর ছবি ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রহমত আলী পরিবারের উপরে হামলায় চালায়, আলমগীর হোসেন পিতা-মোস্তফা উদ্দিন,আলাউদ্দিন পিতা-মোস্তাফা উদ্দিন, আব্দুল মন্নান, পিতা সিদ্দিক আলী, মোস্তফা উদ্দিন পিতা শরফত আলী, সহ হামলা চালায়, সরজমিনে ৮ এপ্রিল এলাকায় গেলে জানা যায়, ওই গ্রামের
রহমত আলীর বিবাহিত মেয়ের ছবি ফেসবুকে
পোস্ট করেন আব্দুল মন্নান।
এ সময় মেয়ের. পিতা, জিজ্ঞাসা করেন আব্দুল মান্নানকে আমার মেয়ের ছবি ফেসবুকে পোস্ট করলেন কেন, এ কথা বলতেই আব্দুল মান্নান ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করতে থাকেন, এক পর্যায়ে তাদের বাড়িতে গিয়ে হামলা চালান আব্দুল মান্নান,
এলাকাবাসী জানান দ্রুত সমাধান না হলে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে
মামলার তদন্ত কর্মকর্তা সুব্রত জানান, গৃহবধূর ছবি ফেসবুকে পোস্ট করা নিয়ে যে হামলার ঘটনায় সমাধানের জন্য ওয়ার্ডের ইউ সদস্য কে দায়িত্ব দেওয়া হয়েছে, যদি শেষ না হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।