মোঃনজরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি।
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের -সুয়ারারতল গ্রামে জোরপূর্বক বশির উদ্দিন সহ তিন পরিবারের ঘরের সাথে ঘসিয়া টিলার মাটি কাটার কারণে,একটু বৃষ্টি দিলেই ঘর ভেঙ্গে পড়ার ঝুঁকি তে রয়েছেন বশির উদ্দিন সহ তিন পরিবার। এই নিয়ে বশির উদ্দিন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধি কাছে বিচার প্রার্থী হলে,
তখন এলাকাবাসী বসে সিদ্ধান্ত দেন বশির উদ্দিন সহ তিন পরিবারের ঘর নিরাপদ করতে ( বিবাদী) জামিল আহমদ, আলিম উদ্দিন ও জুবের আহমদ গার্ড ওয়াল করে দেওয়ার সিদ্ধান্ত দেন, জামিল আহমদ,গংরা এই সিদ্ধান্ত মেনে নেয়নি,
জামিল আহমদ গংরা বলেন আমি আমার জায়গা টিল্লা কেটে মাটি নিয়ে নিছি আমি গার্ড ওয়াল তুলে দিবো কেনো, তাদের ঘর তারা কি ভাবে নিরাপদ করবে তারা জানেন এই কথা সালিশ বৈঠকে জানিয়ে চলে যান,
বশির উদ্দিন বাদী হয়ে
বড়লেখা থানায় ৬ জনকে আসামি করে অভিযোগ করেন।এ সময় এলাকাবাসী বলেন
দ্রুত সমাধান না হলে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা গঠতেনপারে ।