মৌলভীবাজার জেলার বড়লেখায় ধর্ষণের অভিযোগে রাজেন রায় (২৪) নামে এক যুবককে আটক করেছে বড়লেখা থানা পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে বড়লেখার নিউ সমনবাগ চা বাগানে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত রাজেন রায়কে আটক করা হয়। নিউ সমনবাগ চা বাগানের এক তরুণীকে (২১) জোরপূর্বক ধর্ষণের অভিযোগে তাকে আটক করা হয়েছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ সুপার এম,কে,এইচ,জাহাঙ্গীর হোসেন পিপিএম জানান, ‘নারীদের প্রতি যেকোনো যৌন হয়রানি বা সহিংসতার বিরুদ্ধে মৌলভীবাজার জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নারী ও শিশু নির্যাতনকারীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না।’
নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, যৌন হয়রানীর বিষয়ে অভিযোগ জানাতে যোগাযোগ করুন।
পুলিশ কন্ট্রোল রুম মৌলভীবাজার – 01320120698
ডিউটি অফিসার সদর থানা-01320119780
ডিউটি অফিসার শ্রীমঙ্গল থানা-01320119806
ডিউটি অফিসার কমলগঞ্জ থানা- 01320119832
ডিউটি অফিসার রাজনগর থানা- 01320119858
ডিউটি অফিসার কুলাউড়া থানা- 01320119884
ডিউটি অফিসার বড়লেখা থানা- 01320119910
ডিউটি অফিসার জুড়ি থানা- 01320119936