বড়লেখা, মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আজকে সকালে পবিত্র ঈদুল ফিতরের জামাত সুষ্ঠু সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়।
উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ঈদগাহে মুসলমানেরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ধনী গরীব নির্বিশেষে সকলেই ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
বড়লেখা পৌরসভার দরগাবাজার শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জামাতের পূর্বে ঈদের শুভেচ্ছা বিনিময় সহ বয়ান পেশ করেন সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও আগামী বড়লেখা পৌর নির্বাচনে সম্ভাব্য পৌর মেয়র পদপ্রার্থী এম. এম আতিকুর রহমান, অজমীর আল আমীন জামে মসজিদের খতিব মাওলানা আতাউর রহমান, ভোলাডহর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ উল্লাহ, ঈদগাহ কমিটির সেক্রেটারি আশরাফ হোসেন চৌধুরী সুহেল ও হাজী ফয়জুর রহমান।
সম্ভাব্য মেয়র পদপ্রার্থী এম.এম আতিকুর রহমান সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েে গরীব অসহায় দুঃখী মজলুম মানুষের পাশে দাঁড়িয়ে ভ্রাতৃত্বের বন্ধনকে জোরদার করে সামাজিক সৌন্দর্য মণ্ডিত করতে সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। সেই সাথে তিনি অন্যায় অবিচার জুলুম নির্যাতন নিপিড়ন নৈতিক স্খলনের বিরুদ্ধে জাগ্রত হতে এবং অধিকার আদায়ের সংগ্রামে ঘুষ দূর্নীতি প্রতিরোধে সবাইকে সৎ নিষ্ঠাবান ও যোগ্য নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে কাজ করার আহবান জানান।