নিজস্ব প্রতিনিধ নজরুল ইসলাম।।
বড়লেখায় আফনান বেগম (২৫) নামে এক গৃহবধূর পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। শুক্রবার বিকেলে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার বাবার কাছে হস্তান্তর করেছে পুলিশ।
নিহত গৃহবধু আফনান উপজেলার দক্ষিণ গ্রামতলা (ব্রাক্ষণপাড়া) গ্রামের দুবাই প্রবাসী সাহিদ আহমদের স্ত্রী এবং বিওসি কেছরিগুল (ডিমাই) গ্রামের আব্দুস শুকুরের মেয়ে। ২০২৩ সালে প্রবাসী সাহিদ আহমদ ভালবেসে আফনান বেগমকে বিয়ে করেন। বিয়ের ৩ মাস পর তিনি প্রবাসে চলে যান।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রেম করে পরিবারের অমতে উপজেলার দক্ষিণ গ্রামতলা (ব্রাক্ষণপাড়া) গ্রামের সাহিদ আহমদকে বিয়ে করেন বিওসি কেছরিগুল (ডিমাই) গ্রামের শুক্কুর আলমের মেয়ে আফনান বেগম। বিয়ের ৩ মাস পর স্বামী দুবাই চলে যান।
মুঠোফোনে বৃহস্পতিবার আফনান ও তার স্বামীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে ওইদিন বেলা ২টা থেকে ৩টার মধ্যে গলায় ওড়না পেচিয়ে ঘরের শিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আফনান। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে লাশ মর্গে প্রেরণ করে।
থানার এসআই সুব্রত দাস জানান, সুরতহালের সময় গলায় ফাঁসের চিহ্ন দেখা গেছে। যৌনাঙ্গ দিয়ে রক্ত বেরিয়েছে। শরীরে আর কোথাও আঘাতের চিহ্ন পাননি। ময়নাতদন্ত শেষে নিহত গৃহবধুর লাশ তার বাবার কাছে হস্তান্তর করেছেন। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তখন সে অনুযায়ি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।