নিজস্ব প্রতিবেদক::
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ এপ্রিল ) সন্ধ্যায় জুড়ী উপজেলার পূর্ব বটুলী গ্রামের মাদক ব্যবসায়ী সেফুল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
ঘটনাস্থলে আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার পরনের লুঙ্গির কোছা থেকে দুটি নীল রঙের প্লাস্টিকের প্যাকেটের ভেতরে রক্ষিত ৪১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ কবির জানান, আটককৃত সেফুল মিয়ার বিরুদ্ধে মাদক আইনে আরও দুইটি মামলা বিচারাধীন রয়েছে। গতকালের ইয়াবা উদ্ধারের ঘটনায় জুড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।