• রবিবার, ১১ মে ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুলাউড়ায় সীমান্তে পরশইন ঠেকাতে প্রস্তুত বিজিবি বড়লেখায় চোরাই বৈদ্যুতিক মালামাল জব্দ, ব্যাবসায়ির বিরুদ্ধে মামলা বড়লেখায় ৪ চোর সদস্য পুলিশের হাতে আটক। বড়লেখায় বাংলাদেশ  সেনাবাহিনীর উদ্যোগে গরীব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।  বড়লেখায় মধ্য মোহাম্মদ নগর কড়িয়া  গ্রাম জামে  মসজিদ টি পুনরায় নির্মাণ করতে দেশ এবং প্রবাসীদের কাছে সহযোগিতা চান জুড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৪১০ ইয়াবাসহ ০১ জন আটক বড়লেখা উপজেলার ৩১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধানের উচ্চ ফলনশীল (উফশি) জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ জুড়ীতে উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ উৎযাপন বড়লেখায় ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় চারজন আটক। ৩২ পিস ইয়াবাসহ কয়েছ মিয়া আটক

কুলাউড়ায় সীমান্তে পরশইন ঠেকাতে প্রস্তুত বিজিবি

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫

মোঃনজরুল ইসলাম স্টাফ রিপোর্টার।।

ভারতের গুজরাট রাজ্যে বসবাসরত মুসলমানদের একটি অংশকে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হচ্ছে বলে সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

অথচ, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, যেসব ব্যক্তিকে বাংলাদেশি হিসেবে দাবি করা হচ্ছে, তাদের বেশিরভাগই ভারতীয় নাগরিক এবং বহু প্রজন্ম ধরে তারা সেখানেই বসবাস করে আসছেন।

এ প্রেক্ষাপটে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা দেখা দেওয়ায় সীমান্ত সুরক্ষায় অধিকতর সতর্ক হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে ভারত সংলগ্ন মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সূত্রে জানা গেছে, জেলার কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলাজুড়ে বিস্তৃত ১১৫ কিলোমিটার দীর্ঘ সীমান্তে বিজিবি সর্বদা সজাগ থেকে টহল জোরদার করেছে। সীমান্তে আগের চেয়ে এখন আরও বেশি সংখ্যক সদস্য মোতায়েন রাখা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে।

সীমান্ত রক্ষাকারী বাহিনী ৪৬ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া সময় কুলাউড়াকে বলেন, বর্তমান প্রেক্ষাপটে আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। প্রতিটি সন্দেহজনক চলাচল নজরদারির আওতায় আনা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।


More News Of This Category
bdit.com.bd